Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নয়ানন্দ ঈদগাহ্ মাঠ
স্থান
নয়ানন্দ,ধীপুর,টংগিবাড়ী.মুন্সীগঞ্জ।
কিভাবে যাওয়া যায়
নয়ানন্দ ঈদগাহ্ মাঠ এ পৌছাতে টংগীবাড়ি উপজেলা থেকে রিক্সা ভাড়া ১০টাকা, অটো ভাড়া ০৫টাকা, এবং বেবি ভাড়া ১০টাকা দিয়ে নয়ানন্দ মোড় এ নেমে পশ্চিম দিকে সামান্ন হেটে যেতে হয়্। অথবা টংগীবাড়ি থেকে নয়ানন্দ এর গাড়ি তে উঠলে ১০টাকা ভাড়া দিলে সরাসরি ঈদগাহ মাঠে নামিয়ে দিবে।
বিস্তারিত

আমাদের রব নগর কন্দী, পলাশপুর, নয়ানন্দ এবং রংমেহার এই চারটি গ্রামের যৌথ উদ্দোগে একটি ঈদগাহ্ প্রতিষ্ঠিতহয় ১৯৯০ সালে। এবং এটি পূন নিমর্ন করা হয় ২০১১ সালে।এটি টংগীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের নয়ানন্দ মাদরাসা সংলগ্ন এলাকায় অবস্থিত।

বতর্মানে এখানে এক সাথে প্রায় ৫০০০ লোক একসাথে নামাজ পড়তে পাড়ে। প্রতিবছর এটিকে সংস্কার করে আরো উন্নয়ন করা হচ্ছে। এটির মেঝে টি পাকা কংক্রিট দিয়ে নিমির্ত। এবং চারদিকে সুচারু ভাবে সজ্জিত পাকা দেওয়াল বিসিষ্ঠ।