স্থানঃ- ধীপুর ইউনিয়ন পরিষদ
তাং- ৩০-০১-২০১৪
সময়ঃ- সকাল ১০.০০ ঘটিকা
সভায় উপস্থিত সদস্যদের নাম ও মন্তব্য
ক্রমিক নং | নাম | পদবী | স্বাক্ষর |
১ | আলহাজ্ব হাফিজ উদ্দিন শেখ | সভাপতি | স্বাক্ষরিত |
২ | রোকেয়া বেগম | সদস্য | স্বাক্ষরিত |
৩ | পারুল বেগম | সদস্য | স্বাক্ষরিত |
৪ | মোঃ হুমায়ুন কবির | সদস্য | স্বাক্ষরিত |
৫ | মোঃ নুর ইসলাম মাদবর | সদস্য | স্বাক্ষরিত |
৬ | মোঃ শাওন সাত্তার | সদস্য | স্বাক্ষরিত |
৭ | মোঃ নজরুল ইসলাম দেওয়ান | সদস্য | স্বাক্ষরিত |
৮ | মোঃ মানিক শেখ | সদস্য | স্বাক্ষরিত |
৯ | মোঃ হোসেন শেখ | সদস্য | স্বাক্ষরিত |
১০ | মোঃ শহীদ মোল্লা | সদস্য | স্বাক্ষরিত |
আলহাজ্ব হাফিজ উদ্দিন শেখ চেয়ারম্যান ধীপুর ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে সভার কাজ শুরু হইল।
চেয়ারম্যান সাহেব সভায় জানান যে, বিভিন্ন ওয়ার্ড হইতে এলজিএসপি-২ এর প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প তালিকা পাওয়া গিয়াছে। সভায় এই বেপারে বিস্তারিত আলাপ আলোচনা হয় এবং নিম্ন লিখিত প্রকল্পসমূহ বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ক্রমিক নং | প্রকল্পের নাম | ওয়ার্ড নং | খাত | টাকা |
১ | সর্বসাধারনের জন্য ধীপুর রাকিবুল হাসানের বাড়ির পাশে আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন। | ১ | পানি সরবরাহ | ৫০,০০০ |
২ | টঙ্গীবাড়ী দিঘিরপাড় রাস্তার মারিয়ালয় হইতে মজিবর বেপারীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান। | ৩ | যোগাযোগ | ৫০,০০০ |
৩ | সর্বসাধারনের জন্য মটুকপুর শফি দেওয়ান এবং সুমন বেপারীর বাড়ির পাশে আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন। | ৪ | পানি সরবরাহ | ১,০০,০০০ |
৪ | সর্বসাধারনের জন্য ডুলিহাটা শফি বেপারী এবং রমিজ শেখের বাড়ির পাশে আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন। | ৬ | পানি সরবরাহ | ১,০০,০০০ |
৫ | রংমেহার গফুর শেখের বাড়ি হইতে লাল মিয়া শেখের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান। | ৭ | যোগাযোগ | ৮৬,১৬৮ |
৬ | সর্বসাধারনের জন্য পলাশপুর রশিদ শেখের বাড়ির পাশে আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন। | ৯ | পানি সরবরাহ | ৫০,০০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস