অত্র ধীপুর ইউনিয়নের ভূমি অফিস আড়িয়ল বাজারে অবস্তিত। টংগিবাড়ী উপজেলা থেকে রিক্সা, অটোরিক্সা, সিএনজি করে আড়িয়ল বাজারে যাওয়া যায়। টংগিবাড়ী বাজার থেকে দুদিক দিয়ে আড়িয়ল বাজার যাওয়া যায়। ১টি রাস্তা টংগিবাড়ী বাজার থেকে রংমেহার - নয়ানন্দ - ডুলিহাটা দিয়ে যাওয়া যায়। আরেকটি টংগিবাড়ী বাজার থেকে চাদের বাজার - বলই হয়ে আড়িয়ল বাজার যাওয়া যায়। সেখান থেকে সমস্ত ভূমি বিষয়ক ফরম সংগ্রহ করা যায়। এছাড়া ধীপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকেও যেকোন সরকারী ফরম সংগ্রহ করা যায়। বিভিন্ন সরকারী - বেসরকারী ফরম গুলো নিন্মের লিংক থেকে নেয়া যাবেঃ- http//www.forms.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস