ধীপুর ইউনিয়নে কোন নদী নেই। তবে রংমেহার ও মটুকপুর এ দুটি খাল আছে। রংমেহারের খালটি এই গ্রাম থেকে শুরু হয়ে রংমেহার নয়ানন্দ সংযোগ ব্রীজ এ এসে টঙ্গীবাড়ী ও নয়ানন্দ খালে মিলিত হয়ে দুই দিকে বেকে গেছে। মটুকপুরের প্রধান সড়কের গা ঘেষে বয়ে গেছে মটুকপুরের খাল, এই এলাকার কৃষি কাজে এই খালটি বেশি ব্যবহৃত হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস